Showing posts with label পুলিশ আইন. Show all posts
Showing posts with label পুলিশ আইন. Show all posts
মিথ্যা মামালা দায়ের করার শাস্তি কি? বাংলাদেশ পুলিশ আইন বই ।।।

মিথ্যা মামালা দায়ের করার শাস্তি কি? বাংলাদেশ পুলিশ আইন বই ।।।





***মিথ্যা মামলা দায়ের করার শাস্তি কি?


উত্তরঃ মিথ্যা মামলা দায়ের করার শাস্তি- দন্ডবিধি আইনের ২১১ ধারা । নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ইং সংশোধন ২০০৩ এর অপরাধ মূলক কোনো ধারার মামলা রুজু হলে সে ক্ষেত্রে মিথ্যা মামলা দায়ের করার শাস্তি নরী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন) ২০০৩ এর ১৭ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ (সংশোধন) ২০১৪-এর অপরাধমুলক কোনো ধারায় মিথ্যা মামলা রুজু হলে, সেক্ষেত্রে উক্ত আইনের ৬ ধারা মতে মিথ্যা মামলা দায়েরের শাস্তির বিধান রয়েছে ।এসিড অপরাধ আইন ২০০২ এর কোনো ধারায় মিথ্যা মামলা রুজু হলে উক্ত আইনের ৮ ধারা মতে মিথ্যা মামলা দায়েরের শাস্তির বিধান রয়েছে।