উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষার রুটিন পরিবর্তন ??

জরুরী ওই বৈঠকে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর যথাক্রমে মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, সিরাজুল হক, কহিনুর ইসলাম, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, সাইফুদ্দিন খালেদ, আক্তার কামাল আজাদ, সালামত উল্লাহ বাবুল, হেলাল উদ্দিন কবির, রাজ বিহারী দাশ, মিজানুর রহমান মিজান, জিসান উদ্দিন, ওমর ছিদ্দিক লালু, মঞ্জুমান নাহার, হুমাইরা বেগম ও চম্পা উদ্দিন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে আইন শৃংখলা ব্যবস্থা।

এ ব্যাপারে অতি: পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে আকাশ ও স্থল পথে সহ সর্বত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যে ভিত্তিতে জেলার সর্বত্রে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।


SHARE THIS

Author:

Shamim Reza is a young and challanging web, graphics and logo designer. Big publisher at Adsense also...........

Previous Post
Next Post