আগামী ২৩ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ আগমন উপলক্ষ্যে বর্ণিল সাঁজে কক্সবাজার শহর।
সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে জেলা, পুলিশ ও পৌর প্রশাসন। এনিয়ে দফায় দফায় বৈঠক ও জরুরী সভা করছেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। পাশাপাশি মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করছে গোয়েন্দা সদস্যরা।
জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী ২৩ ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে বিশেষ বিমান যোগে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তিনি বিকেলে কক্সবাজার পর্যটন গলফ মাঠে নির্মিত শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম উদ্বোধন করবেন। পরে জেলে পার্ক ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভা শেষে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।