বার্সেলোনা ও রিয়াল মাদ্রীদের অসাধারণ গোল গুলো দেখে নিন একনজরে ??????
নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে স্পেনের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আজ সেল্টিকের মুখোমুখি হবে গত মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। অপর ম্যাচে চেলসির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ।
ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে সেল্টিকের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। অন্যদিকে চেলসির বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি এইচডি।
শুক্রবার অনুশীলনে বেশ ফুরফুরে দেখা গেছে বার্সার খেলোয়াড়দের। ছুটি কাটিয়ে বার্সা শিবিরে যোগ দিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তবে দেশের হয়ে রিও অলিম্পিকে সেরাটা দিতে এখনো ব্রাজিল দলের সঙ্গে রয়ে গেছেন নেইমার।
SHARE THIS