***মিথ্যা মামলা দায়ের করার শাস্তি কি?
উত্তরঃ মিথ্যা মামলা দায়ের করার শাস্তি- দন্ডবিধি আইনের ২১১
ধারা । নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ইং সংশোধন ২০০৩ এর অপরাধ মূলক কোনো ধারার
মামলা রুজু হলে সে ক্ষেত্রে মিথ্যা মামলা দায়ের করার শাস্তি নরী ও শিশু নির্যাতন দমন
আইন ২০০০ (সংশোধন) ২০০৩ এর ১৭ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২
(সংশোধন) ২০১৪-এর অপরাধমুলক কোনো ধারায় মিথ্যা মামলা রুজু হলে, সেক্ষেত্রে উক্ত আইনের
৬ ধারা মতে মিথ্যা মামলা দায়েরের শাস্তির বিধান রয়েছে ।এসিড অপরাধ আইন ২০০২ এর কোনো
ধারায় মিথ্যা মামলা রুজু হলে উক্ত আইনের ৮ ধারা মতে মিথ্যা মামলা দায়েরের শাস্তির বিধান
রয়েছে।