সিরাজগঞ্জ সকল থানার ঐতিহ্য ও..........................



আমার জন্মভূমি সিরাজগঞ্জ, আমি গর্বিত এই জেলায় জন্মগ্রহণ করে। সিরাজগঞ্জের বিখ্যাত মানুষ কারা?সিরাজগঞ্জ কিসের জন্য বিখ্যাত? সিরাজগঞ্জে কি কি আছে? সংক্ষেপে বিস্তারিত এক নজরে সিরাজগঞ্জ। পড়ুন এবং মনে রাখুন।


সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। তাঁতশিল্প এ জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। বঙ্গবন্ধু সেতু এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ অপূর্ব সৌন্দর্য, এ জেলাকে পর্যটনসমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে। তা ছাড়া শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাঁচারিবাড়ি, এনায়েতপূর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মিল্কভিটা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের ইকোপার্ক, বাঘাবাড়ি বার্জ মাউনন্টেড বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র, বাঘাবাড়ি নদী বন্দর ইত্যাদি বিখ্যাত স্থাপত্য ও শৈল্পকর্মের নিদর্শন এ জেলাকে পযটন সমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে।

বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক এক জমিদার ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। সিরাজউদ্দীন চৌধুরী ১৮০৯ সালের দিকে ভুতের দিয়ার মৌজা নামে একটি জায়গা নিলামে খরিদ করেন। তিনি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। তত দিনে তার নিজ মহলে গড়া তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি নদীভাঙ্গণে বিলীণ হয়। তখন ভুতের দিয়ার মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নামে নামকরণ করেন। ফলে ১৯৮৪ সালে ভুতের দিয়ার মৌজাই ‘সিরাজগঞ্জ’ নামে স্থায়ী রূপ লাভ করে।

আয়তন:                      ২৪৯৭.৯২ বর্গ কিমি।

জনসংখ্যা                   ২৯,৪৪,৮০

পুরুষ                           ১৪,৯৫,০০০

মহিলা                          ১৪,৪৯,০৮০

শিক্ষার হার                 ৬৮%

উপজেলা                       ০৯টি

থানা                             ৯

পৌরসভা                       ০৬

ইউনিয়ন                        ৮২

গ্রাম।                           ৪,০০০ প্রায়

নদি                              ০৮

বিলেরসংখ্যা                  ৫২

খাদ্য গুদাম                    ৪৩

ব্যাংক।                          ১২৬

সিনেমা হল                     ২৯


 নদ নদী

০১ জলাশয় যমুনা,
০২ ইছামতি,
০৩ করতোয়া,
০৪ বারনাই,
০৫ বড়াল,
০৬ হুরাসাগর ও দূর্গাদহ নদী
০৭ এবং চলনবিল উলেখযোগ্য। চলনবিলের ১০ ভাগ এই জেলার তাড়াস উপজেলায় অবস্থিত।



অবস্থান : রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব ১৪২ কিমি। এর ভৌগোলিক অবস্থান ২৪'২২ ও ২৪'৩৭ উত্তর অক্ষাংশ এবং ৮৯'৩৬ ও ৮৯'৪৭ দ্রাঘিমা এর মধ্যে সিরাজগঞ্জের অবস্থান।

এ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল পশ্চিমে, নাটোর জেলা অবস্থিত। প্রশাসনিক এলাকাসমূহ : সিরাজগঞ্জের জেলা ৯টি উপজেলায় বিভক্ত। 

০১,বেলকুচি,
০২,কামারখন্দ,
০৩, চৌহালি,
০৪,কাজীপুর,
০৫,রায়গঞ্জ,
০৬,শাহজাদপুর,
০৭, সিরাজগঞ্জ সদর,
০৮,তাড়াশ,
০৯,এবং উল্লাপাড়া।




নাম আয়তন (বর্গ কিমি) জনসংখ্যা

উল্লাপাড়া ৪১৪.৪৩ বর্গ কি:মি ৪৪৯২৪৩
কাজীপুর ৩৬৮.৬৩ ,,,,,,,,,,,,,,, ২৬৬৯৫৬
কামারখন্দ ৯১.৬১ ১২৭৮৩৯
চৌহালী ২৪৩.৬৭ ১৫৫২৬০
তাড়াস ২৯৭.২ ১৬৭৬৪৭
বেলকুচি ১৬৪.৩১ ৩০২৬৭৮
রায়গঞ্জ ২৬৭.৮৩ ২৬৭৫২২
শাহজাদপুর ৩২৪.৪৭ ৪৭২৫০৫
সিরাজগঞ্জ সদর ৩২৫.৭৭ ৪৮৪১৭০


সিরাজগঞ্জ শহর : সিরাজগঞ্জ শহর মধ্য বাংলাদেশে অবস্থিত একটি শহর। এটি যমুনা নদীর পশ্চিম তীরে এবং ঢাকা শহর হতে প্রায় ১১০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। শহরটি সিরাজগঞ্জ জেলার প্রধান শহর। এখানে ১৫টি ওয়ার্ড এবং ৫২টি মহল্লা রয়েছে। সিরাজগঞ্জ শহরকে একসময় কলকাতা ও নারায়ণগঞ্জের সমতুল্য পাট ব্যবসা কেন্দ্র হিসেবে গণ্য করা হতো। বর্তমানে এটি পাট ব্যবসার একটি প্রধান কেন্দ্র। এখানকার পাটকলগুলো তদানীন্তন বাংলা
প্রদেশের প্রথম দিককার পাটকলের মধ্যে পড়ে। চিত্তাকর্ষক : বৈচিত্র্যময় প্রাকৃতিক শোভায় সুভাসিত সিরাজগঞ্জে রয়েছে বহুদৃষ্টি নন্দন স্থান

০১,যমুনা সেতুর দুই পাড়,
০২,সায়েদাবাদ;
০৩,রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ী শাহজাদপুর; ০৪,এনায়েতপুরী পীর সাহেবের মাজার এবং মসজিদ, চৌহালি;
০৫, শিব মন্দির, তারাশ;
০৬,নবরত্ন মন্দির, উল্লাপাড়া;
০৭, ইলিওট ব্রিজ যা লোহার ব্রিজ বা বড় পুল নামে পরিচিত, সিরাজগঞ্জ সদর।
০৮,বাঘাবাড়ি নদীবন্দর
০৯, হাডপয়েন্ট
১০,ছয় আনি পাড়া দুই গম্বুজ মমসজিদ
১১,জয় সাগর দিঘি
১২,চলন বিল ৪/২
১৩,মখদুম সায়ের মাজার
১৪,যমুনা বহুমুখি সে
বিখ্যাত ব্যক্তিবর্গ : সবুজ শ্যামল প্রাকৃতিক অরন্য ছাড়াও সিরাজগঞ্জে রয়েছে প্রতিভাবান দেশ প্রেমিক কবি ও সাহিত্যিক, যারা বিক্ষাত ও অমর হয়ে আছেন,
০১, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
০২, স্বপ্নাতুর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
০৩, ডক্তর আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনi
০৪, মাওলানা খোন্দকার আব্দুর রশীদ তর্কবাগীশ
০৫, জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন মনসুর আলী
০৬, মাওলানা রফিকুল ইসলাম খান
০৭, কবি মহাদেব সাহা
০৮, ফজলে লোহানী[১০]
০৯, সুচিত্রা সেন[১১]
১০, সমা সরকার সমাজ সেবক
১১, যাদব চন্দ্র চক্রবর্তী (১৮৫৫-১৯২০)|
১২, মকবুলা মঞ্জুর |
১৩, সাহিত্যরত্ন মোহাম্মদ নজিবর রহমান,
১৪, রজনী কান্ত সেন
১৫, ফতেহ লোহানী
১৬, বাপ্পী লাহিড়ী
১৭, হৈমন্তী শুক্লা
১৮, আবদুল মতিন
১৯, ফজলে লোহানি
২০, কন্ঠ শিল্পি কনকচাঁপা
২১, মুসা ইব্রাহীম (জন্ম: ১৯৭৯) একজন বাংলাদেশী পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন।
২২, আফিয়া নুসরাত বর্ষা ({{জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৮৯ "বর্ষা" পরিচিত নামে) একজন বাংলাদেশী অভিনেত্রী।
২৩, সাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় মুহাম্মদ নাসিম
২৪, অভিনেতা জাহিদ হাসান
শিক্ষা বিভাগ
২৫,অভিনেতা আলীরাজ
২৬,শাকিলা জাফর
২৭,অভিনেতা তৌকির আহাম্মেদ
মহা বিদ্যালয় ----------------------৭৭ টি
উচ্চ মাধ্যমিক ----------------------৭৪টি
সরকারি প্রাথমিক ------------------৮৮০টি
বেসরকারি প্রাথমিক ---------------৬৮০টি
মাদ্রাসা---------------------------------২১১টি
পলেটেকনিক-------------------------০১টি
মেডিকেল ট্রেনিং স্কুল --------------০১টি
বেসরকারি মেডিকেল কলেজ ---০২টি
সাস্থ্য বিভাগ
জেনারেল হাসপাতাল -----------০১টি
সরকারি হাসপাতাল ------------১৫ টি
বেসরকারি হাসপাতাল -----------০৯
চক্ষু হাসপাতাল --------------০২
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ------------০৮
পুলিশ হাসপাতাল। ----০২
শিশু কল্যান কেন্দ্র --------------- ০১
সংকলনঃরেজাউল করিম নয়ন

SHARE THIS

Author:

Shamim Reza is a young and challanging web, graphics and logo designer. Big publisher at Adsense also...........

Previous Post
Next Post