উত্তরবঙ্গে (ট্রেনে) ভ্রমন পিপাসুদের জন্য আন্তনগর ট্রেনের নাম, সময় সুচী ও বন্ধের দিন উল্লেখিত



এদিকে প্রধানমন্ত্রীর শুভ আগমনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এক জরুরী বৈঠক করেছেন পৌর পরিষদ। পৌরসভার মেয়র সরওয়ার কামালের সভাপতিত্বে সভায় পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পৌর শহরকে বর্ণিল সাঁজে সাঁজাতে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



এ বিষয়ে পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র শুভ আগমন উপলক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছি। বিশেষ করে রাস্তা-ঘাট সংস্কার, যানজট নিরসন ছাড়াও আলোক সজ্জ্বা সহ বর্ণিল সাঁজে সাজানো হচ্ছে পৌর শহরকে। দেশের প্রধানের সফরকে সফল করতে পৌরসভা নিরলস ভাবে সার্বিক সহযোগীতা দিবেন বলেও জানান তিনি।


ঢাকা হতে উত্তরবঙ্গের বিভিন্ন ষ্টেশনের অভিমুখে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনের নাম, সময় সুচী ও বন্ধের দিন।


ক্র: নং-
ট্রেনের নাম                            
প্রারম্ভিক ষ্টেশন  ছাড়ার সময়
গন্তব্য ষ্টেশন  পৌঁছার সময়
সাপ্তাহিকবন্ধ
1
ধুমকেতু এক্সপ্রেস                  
ঢাকা-:০০
রাজশাহী-১১:৪০       
শানিবার
2
সুন্দরবন এক্সপ্রেস                              
ঢাকা-:২০
খুলনা-১৫:৪০
বুধবার
3
সিরাজগঞ্জ এক্সপ্রেস                          
ঢাকা-১৭:০০
সিরাজগঞ্জ বাজার-২১:১৫
শনিবার
4
নীলসাগর এক্সপ্রেস                           
ঢাকা-:০০
চিলাহাটি-১৭:৪৫
সোমবার
5
রংপুর এক্সপ্রেস                                  
ঢাকা-:০০
রংপুর-১৯:০০
রবিবার
6
একতা এক্সপ্রেস                                 
ঢাকা-১০:০০
দিনাজপুর-১৮:৫০
মঙ্গলবার
7
সিল্কসিটি এক্সপ্রেস                            
ঢাকা-১৪:৪০
রাজশাহী-২১:০৫
রবিবার
8
চিত্রা এক্সপ্রেস            
ঢাকা-১৯:০০  
খুলনা-০৩:৫০
সোমবার
9
দ্রুতযান এক্সপ্রেস                  
ঢাকা-২০:০০
দিনাজপুর-০৪:৪০     
বুধবার
10
লালমনি এক্সপ্রেস                  
ঢাকা-২২:১০
লালমনিরহাট-:২০  
শুক্রবার
11
পদ্মা এক্সপ্রেস                         
ঢাকা-২৩:১০
রাজশাহী-০৪:৪০
মঙ্গলবার
12
রাজশাহী এক্সপ্রেস                 
ঢাকা-১১:২০
চাঁপাইনবাবগঞ্জ-২১:৪৫           
-


SHARE THIS

Author:

Shamim Reza is a young and challanging web, graphics and logo designer. Big publisher at Adsense also...........

Previous Post
Next Post